ডিজি ফার্মারস লিমিটেড একটি আধুনিক প্রযুক্তি-নির্ভর এগ্রো প্রতিষ্ঠান। দেশের অভ্যন্তরীণ নিরাপদ খাদ্যের চাহিদা পূরণে আমরা নিজস্ব খামারে উৎপাদিত দুধ, মাংস, সবজিসহ বিভিন্ন পণ্য এবং বিশ্বস্ত উৎস থেকে সংগৃহীত খাদ্যদ্রব্য সরাসরি গ্রাহকের কাছে পৌঁছে দিচ্ছি।
ক্ষুদ্র বিনিয়োগকারীদের আর্থিক নিরাপত্তা এবং একটি পরিবারের মাসিক খরচ ও আয়ের মধ্যে সমন্বয় করার লক্ষ্যেই আমাদের বিশেষ আয়োজন— ‘বাজার ক্লাব প্রিমিয়াম মেম্বারশিপ’। এটি আপনাকে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয়ের পাশাপাশি নিশ্চিত মুনাফার সুযোগ করে দিচ্ছে।
নিশ্চিত মুনাফা: জমাকৃত অর্থের ভিত্তিতে বছরভিত্তিক মুনাফা।
নমনীয় উত্তোলন: অর্জিত মুনাফার অর্থ যেকোনো সময় উত্তোলনের সুবিধা।
সাশ্রয়ী কেনাকাটা: সাধারণ ক্রেতাদের তুলনায় সারা বছর কম মূল্যে পণ্য ক্রয়ের সুযোগ।
অঙ্গ প্রতিষ্ঠানে ছাড়: ডিজি ফার্মারস লিঃ-এর সকল সহযোগী প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সময়ে বিশেষ ছাড়ে সেবা গ্রহণ।
অগ্রাধিকার (Priority): নতুন পণ্য বা সীমিত স্টকের ক্ষেত্রে প্রিমিয়াম মেম্বারদের অগ্রাধিকার প্রদান।
এক্সক্লুসিভ অফার: সাধারণ অফারের বাইরেও বছরজুড়ে বিভিন্ন বিশেষ প্রমোশনাল অফার।
মুনাফায় কেনাকাটা: অর্জিত মুনাফার টাকা দিয়ে সরাসরি পণ্য ক্রয়ের সুবিধা।
মূলধন উত্তোলন: নির্দিষ্ট মেয়াদ শেষে মেম্বারশীপ এর অর্থ উত্তোলন।
ব্যবসায়িক আয় হতে মুনাফা: মেম্বারদের অর্জিত মুনাফা সম্পূর্ণ কোম্পানির ব্যবসায়িক লভ্যাংশ থেকে প্রদান করা হবে।
কর ও ভ্যাট: সরকারি নিয়ম অনুযায়ী মুনাফা থেকে প্রযোজ্য কর (Tax) ও ভ্যাট কর্তনপূর্বক অর্থ প্রদান করা হবে।
নিরাপত্তা: ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় আমরা সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করি।
১. নির্ধারিত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে মেম্বারশিপ গ্রহণ করতে হবে।
২. মেম্বারশিপ ফি বা বিনিয়োগকৃত অর্থ ন্যূনতম ১২ মাস কোম্পানির নিকট জমা রাখতে হবে।
৩. ব্যবসায়িক প্রয়োজনে কোম্পানি যেকোনো সময় বিনিয়োগকৃত অর্থ ফেরত দিতে চাইলে মেম্বার তা গ্রহণে বাধ্য থাকবেন।
প্রক্রিয়া: অফিসে থাকা নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করুন এবং প্রয়োজনীয় টাকার অংক প্রদান করে তাৎক্ষণিকভাবে আপনার মেম্বারশীপ নিশ্চিত করুন।
সুবিধা: সরাসরি আমাদের প্রতিনিধিদের সাথে পরামর্শ করার সুযোগ পাবেন।
বিকাশ/নগদ পেমেন্ট: আমাদের মার্চেন্ট নম্বরে পেমেন্ট করে রেফারেন্সে আপনার মেম্বারশীপ ক্যাটাগরি (Gold/Silver) উল্লেখ করুন।
ব্যাংক ট্রান্সফার: আমাদের নির্ধারিত ব্যাংক একাউন্টে সরাসরি টাকা জমা দিন বা অনলাইন ফান্ড ট্রান্সফার করুন।
নিশ্চিতকরণ: পেমেন্ট সম্পন্ন করার পর ট্রানজেকশন আইডি বা মানি রিসিপ্টের ছবি আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ (WhatsApp) নম্বরে পাঠিয়ে দিন।
ধাপ ১: আপনার বিকাশ/নগদ অ্যাপ থেকে ‘Make Payment’ (মেক পেমেন্ট) অপশনে যান।
ধাপ ২: মার্চেন্ট বা কোম্পানির নম্বর হিসেবে 01302554036 লিখুন।
ধাপ ৩: রেফারেন্স বক্সে আপনার পছন্দ অনুযায়ী ‘Gold’ অথবা ‘Silver’ লিখুন।
ধাপ ৪: পেমেন্ট সম্পন্ন করার পর প্রাপ্ত Transaction ID (ট্রানজেকশন আইডি) টি কপি বা নোট করুন।
ধাপ ৫: ট্রানজেকশন আইডিটি কোম্পানির উক্ত নম্বরে (01302554036 ) হোয়াটসঅ্যাপ (WhatsApp) করুন।
| তথ্য | অপশন ১: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (UCB) | অপশন ২: সোনালী ব্যাংক পিএলসি |
| হিসাব নাম | Digi Farmers Limited | Digi Farmers Limited |
| হিসাব নম্বর | 0562101000595362 | 0129703000011 |
| শাখা | মিরপুর শাখা, ঢাকা-উত্তর | ইব্রাহিমপুর শাখা, ঢাকা-উত্তর |
| রাউটিং নম্বর | 245262982 | 200262080 |
পেমেন্ট পরবর্তী করণীয়: টাকা জমা দেওয়ার পর মানি রিসিপ্ট বা অনলাইন ট্রান্সফার স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করুন। তথ্য নিশ্চিত হওয়ার পর আপনাকে মেম্বারশীপ আইডি পাঠিয়ে দেওয়া হবে।
একটি সুন্দর বিনিয়োগ ও সঠিক পরিকল্পনা একটি পরিবারের ভবিষ্যতের আর্থিক নিশ্চয়তা বৃদ্ধি করে। আপনার সুস্বাস্থ্য এবং শক্তিশালী আর্থিক পরিকল্পনার অংশীদার হতে পারে ডিজি ফার্মারস লিঃ। আমরা আপনাকে দিচ্ছি নিরাপদ খাদ্যের নিশ্চয়তা এবং একই সাথে বিনিয়োগের ওপর নিশ্চিত মুনাফা।
🌱 নিরাপদ খাদ্য: পরিবারের জন্য বিষমুক্ত ও বিশুদ্ধ খাদ্যের নিশ্চয়তা।
💰 নিশ্চিত মুনাফা: আপনার বিনিয়োগে আধুনিক স্মার্ট কৃষির মাধ্যমে স্মার্ট আয়ের সুযোগ।
🛡️ ভবিষ্যতের সুরক্ষা: আপনার কষ্টার্জিত বিনিয়োগে পরিবারের আর্থিক স্বনির্ভরতা বৃদ্ধি।
ডিজি ফার্মারস লিমিটেড